❝হে হতাশাগ্রস্ত পথিক!
” যখন সামনে যাওয়া বেদনাদায়ক, পেছিয়ে যাওয়া
অসম্ভব কষ্টকর এবং দাঁড়িয়ে থাকা কঠিন।”
এই মুহুর্তে কি করা উচিৎ??
কিছু পেতে হলে তোমাকে কিছু হারাতে হবে
এটাই আসলে নিয়ম,
ভোরের সূর্য আর সকালের আলসেমির ঘুম
কখনো একত্রে উপভোগ করা যায় না।
❝হে হতাশাগ্রস্ত পথিক!
_ অচিরেই তোমার হতাশা দূর হবে। জেনে রাখো, স্বয়ং আল্লাহ’ই হতাশা দূরকারী। হতাশা কখনো ব্যক্তিকে নিঃশেষ করে দেয় না, তাই কখনোই নিরাশ হয়ো না।
তোমার জন্য,তোমার আল্লাহ’ই যথেষ্ট। নিশ্চয়ই আল্লাহ হতাশার পরে স্বস্তির দুয়ার খুলে দিবেন। শংকিত হয়ো না কেননা, সবকিছু আল্লাহর ইশারায় ঘটে। যখন মুসিবত আসে, আল্লাহর উপর ভরসা রাখো এবং তার উপর সন্তুষ্ট থাকো। কেননা মুসিবত দূরকারী একমাত্র আল্লাহ তা’আলা-ই।
ওয়াল্লাহি! আল্লাহ ছাড়া তোমার আর কেউ নেই, তোমার জন্য আল্লাহ’ই যথেষ্ট, সুখ-দুঃখে সর্বক্ষেত্রে।
— ইমাম শাফেয়ী (রাহি.)
What should be done at this moment? To gain something, you must be willing to lose something. That is actually the rule, The morning sun and the laziness of the morning sleep Can never be enjoyed together. Oh, weary traveler! _ Your despair will soon vanish. Remember, Allah Himself is the remover of despair. Despair never completely defines a person, so never be hopeless. For you, only your Allah is sufficient. Surely, Allah will open the door of peace after despair. Do not worry, because everything happens by the will of Allah. When faced with adversity, rely on Allah and be content with Him. Because only Allah is the remover of calamities. By Allah! There is no one for you other than Allah, your only sufficiency in happiness and sorrow. – Imam Shafi’i (RA). Language: US English